চট্টগ্রাম: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে নেমে ঘরের মাঠে প্রথম ম্যাচেই ধাক্কা খেল বাংলাদেশ। চট্টগ্রামের উইকেটে ব্যাটিং ব্যর্থতার চরম মূল্য দিতে হলো লিটন দাসের নেতৃত্বাধীন দলটিকে। আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের বড় ব্যবধানে হেরে গেল টাইগাররা। একমাত্র তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের একক লড়াইও কাজে এলো না।
আইরিশদের ব্যাটিং দাপট
চট্টগ্রামের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে শুরুতেই সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে আইরিশরা। আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর পাওয়ার প্লে-র মধ্যেই ওভার প্রতি ১০ রানের বেশি তুলে দেন।
অধিনায়ক স্টার্লিং ২১ রানে আউট হলেও, রানের গতি কমতে দেননি হ্যারি টেক্টর এবং টিম। হ্যারি ৪৫ বলে ৬৯ রানের দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। শেষ দিকে কার্টিস ক্যাম্ফার ২৪ রান যোগ করলে, নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ১৮১ রানের একটি কঠিন স্কোর দাঁড় করায়। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন উইকেট পেলেও, রান নিয়ন্ত্রণে রাখতে পারেননি কেউই।
ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টপ-অর্ডার
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কার্যত মুখ থুবড়ে পড়ে। পাওয়ার প্লে-র মধ্যেই মাত্র কয়েক রানের ব্যবধানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা।
- ব্যাটিংয়ে ব্যর্থ হন তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১), অধিনায়ক লিটন দাস (১) এবং সইফ হাসান (৬)।
- প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
আইরিশ বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটারদের এই আত্মসমর্পণ রীতিমতো চিন্তায় ফেলবে সমর্থকদের। আয়ারল্যান্ডের ম্যাথু হামফ্রিস ৪টি এবং ব্যারি ম্যাকার্থি ৩টি উইকেট নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেন।
তৌহিদ হৃদয়ের ঐতিহাসিক লড়াই
পুরো দল যখন ব্যর্থ, তখন একাই অন্য উইকেটে ব্যাট করছিলেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তিনি এক প্রান্তে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যান। ৫০ বলে ৮৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন হৃদয়, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কার মার।
আফসোস, অন্য প্রান্ত থেকে তেমন কোনো সমর্থন না পাওয়ায় তাঁর এই ঐতিহাসিক লড়াই ব্যর্থ হয়। জাকের আলী ২০ রান করে কিছুটা সঙ্গ দিলেও, সেই জুটি ভাঙার পর বাংলাদেশের ইনিংস আর এগোতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় লিটনদের ইনিংস।
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন শোচনীয় হার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য বড় উদ্বেগের কারণ।
ট্যাগ: #BangladeshCricket #IrelandvsBangladesh #T20Series #TowhidHridoy #LittonDas #CricketNews #SportsBangla





