Loading ...

ব্লগ পোস্ট টাইটেল: বয়স শুধুই একটা সংখ্যা! বিশ্ব ফুটবলকে ফের চমকে দিলেন মেসি-রোনাল্ডো

মরুঝড় তুললেন ‘এয়ার’ রোনাল্ডো শুরুটা করা যাক পর্তুগিজ মহাতারকাকে দিয়ে। সৌদি আরবের মাটিতে আল নাসেরের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট বলা হয়। আল খালিজের বিরুদ্ধে ম্যাচে তিনি যা করলেন, তা অনেক তরুণ ফুটবলারের কাছেও স্বপ্নের মতো।

ম্যাচে ৪-১ গোলে জিতেছে আল নাসের, কিন্তু সব আলো কেড়ে নিয়েছে রোনাল্ডোর সেই অবিশ্বাস্য গোল। সতীর্থ নওয়াফ বোশালের ভেসে আসা ক্রসে শূন্যে শরীর ভাসিয়ে ডান পায়ের ব্যাকভলি! সেই পুরনো রিয়াল মাদ্রিদ দিনের স্মৃতি ফিরিয়ে আনা এক বাইসাইকেল কিক। ৩৯ বছর বয়সেও এমন রিফ্লেক্স এবং ফিটনেস দেখে অবাক পুরো বিশ্ব। তিনি বুঝিয়ে দিলেন, গোলের ক্ষুধা তাঁর এখনও কমেনি। ৯৫৪টি গোল পকেটে পুরে এখন তিনি দ্রুত ছুটছেন ১০০০ গোলের ল্যান্ডমার্কের দিকে।

মেসি এবং ১৩০০-র মাইলফলক অন্যদিকে আটলান্টিকের ওপারে, আমেরিকার মাটিতে ইন্টার মায়ামির হয়ে ফুল ফোটালেন লিওনেল মেসি। গোল করা যদি রোনাল্ডোর নেশা হয়, তবে পুরো খেলাটা তৈরি করা মেসির শিল্প। এফসি সিনসিনাটির বিরুদ্ধে মায়ামি জিতল ৪-০ গোলে, আর এই ৪টি গোলের পেছনেই কলকাঠি নাড়লেন সেই ছোট জাদুকর।

নিজে একটি গোল করলেন, আর সতীর্থদের দিয়ে করালেন আরও তিনটি। আর এর মাধ্যমেই ফুটবল ইতিহাসে এক বিরল রেকর্ড গড়লেন মেসি। ২১ বছরের ক্যারিয়ারে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে মোট ১৩০০ গোল কন্ট্রিবিউশনের মালিক এখন তিনি (৮৯৬টি গোল ও ৪০৪টি অ্যাসিস্ট)। এমন অলরাউন্ড পারফর্ম্যান্স ফুটবল ইতিহাসে বিরল।

শেষ কথা: তুলনা নয়, উপভোগের সময় পরিসংখ্যানের লড়াইয়ে কে এগিয়ে বা কে পিছিয়ে, সেই তর্কে যাওয়ার দিন হয়তো শেষ। একজন গোলের মেশিন, অন্যজন ফুটবলের শিল্পী। দুই মহাতারকাই ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও যেভাবে বিশ্বকে বিনোদন দিয়ে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আমাদের সৌভাগ্য যে আমরা এই যুগকে চোখের সামনে দেখছি। মেসি-রোনাল্ডোর বিকল্প খোঁজার আগে ফুটবল বিশ্বকে হয়তো আরও কয়েক যুগ অপেক্ষা করতে হবে।

তাই আসুন, তুলনা থামিয়ে এই শেষ অধ্যায়টুকু মন ভরে উপভোগ করি।


কি-পয়েন্টস (Key Takeaways):

  • রোনাল্ডোর ম্যাজিক: আল নাসেরের হয়ে অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল।
  • মেসির রেকর্ড: গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৩০০ অবদানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ।
  • অপ্রতিরোধ্য জুটি: বয়সের ভার উপেক্ষা করে দুজনেই এখনও দলের জয়ে প্রধান ভূমিকা রাখছেন।

ট্যাগ: #FootballLegends #MessiVsRonaldo #GOAT #AlNassr #InterMiami #FootballBlog #BengaliBlog

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Categories

Latest Post