Loading ...

ধর্মেন্দ্রর ৫০০ কোটির সম্পত্তি: হেমা মালিনী কি অংশীদার হবেন? অবাক করা সত্যিটা জানুন

বলিউডের কিংবদন্তি ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর ছয় দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি অর্জন করেছেন এক বিশাল সম্পত্তি। বিলাসবহুল বাংলো, বিস্তীর্ণ চাষের জমি এবং তাঁর বিখ্যাত লোনাভালার ফার্মহাউস সহ তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০০ কোটি টাকা

তাঁর এই বিশাল সম্পত্তির পরিমাণ সকলের জানা থাকলেও, সম্প্রতি একটি রিপোর্টে উত্তরাধিকার সংক্রান্ত একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যা তাঁর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনীকে নিয়ে।

সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বড় খবর

সম্প্রতি TV9 বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, হেমা মালিনী ধর্মেন্দ্রর বিশাল সম্পত্তির কোনো অংশই পাবেন না।

প্রতিবেদনে এই সিদ্ধান্তের কারণ হিসেবে তাঁদের বিবাহের আইনি মর্যাদার বিষয়টি উঠে এসেছে। বলা হয়েছে যে ধর্মেন্দ্র নাকি তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে আইনিভাবে বিবাহবিচ্ছেদ দেননি। যেহেতু হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম বিবাহটি বৈধ ছিল, তাই হেমা মালিনীর সঙ্গে তাঁর পরবর্তী বিবাহ আইনি বৈধতা পায়নি—আর এই কারণেই সম্পত্তির উপর তাঁর অধিকার প্রভাবিত হচ্ছে।

মেয়েদের ক্ষেত্রে কী হবে?

তবে স্বস্তির বিষয় হল, এই নিয়ম তাঁদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর দুই কন্যা—এশা দেওল ও অহনা দেওল—আইনিভাবে তাঁদের বাবার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার অধিকার রাখেন।


তথ্যসূত্র (Source Credit): এই সারাংশটি TV9 বাংলা-র একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে, যার শিরোনাম: Will hema malini get a share in dharmendras property here is the truth

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Categories

Latest Post